আইপিএল নিলামে মোস্তাফিজ-সাকিব

ছবি : সংগৃহীত
০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
আইপিএল নিলামে থাকছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। ডেথ ওভারে বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত দ্য ফিজকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির তালিকায়। আর ৯ মৌসুমে ৭১ ম্যাচ খেলা আইপিএল অভিজ্ঞ সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।
আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ৯ম আসর শুরু
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পর সোমবার আইপিএল কর্তৃপক্ষ ১ হাজার ৩৫৫জন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে মোস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, রবি বিষ্ণয়, ভেঙ্কটেশ আইয়ার, মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ ৪৫ জন সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন। প্রতি দল সর্বোচ্চ ২৫ জন রাখতে পারবে।
ডিসেম্বরের ৫ তারিখ পর্যন্ত দলগুলো নিজেদের সংক্ষিপ্ত তালিকা জমা দিতে পারবে। এরপর আইপিএল চূড়ান্ত করবে নিলামে কোন খেলোয়াড়রা অংশ নেবেন। এবারের একদিনের নিলাম বসবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে।
এবার সবচেয়ে বেশি অর্থ হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাই সুপার কিংসের (৪৩.৪ কোটি রুপি)। সবচেয়ে বড় লড়াইয়ে এগিয়ে থাকতে পারে কেকেআর। যারা আন্দ্রে রাসেলের অবসরে সেই স্থান পূরণের জন্য নজর দিতে পারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের দিকে। পিঠের চোটের কারণে গ্রিন ২০২৫ সালের মেগা-নিলামে অংশ নিতে পারেননি।
এবারের তালিকায় নেই কিছু পরিচিত নামের জায়গা হয়নি। আঙুলের চোটে ২০২৫ মৌসুমের একটা অংশ খেলতে না পারা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবার নিবন্ধনই করেননি।


