মালয়েশিয়ার কাছে হারলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০১ পিএম

এএফসি এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হেরেছে।


শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারাল বাংলাদেশি যুবারা

আগের ম্যাচে শক্তিশালী ইরানের কাছে হারের পর আজও দ্বিতীয় ম্যাচে অসহায় আত্মসমর্পণ।


ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের হয়ে ফুটসালে প্রথম গোল করেন ফায়েদ আজিম।

যদিও প্রথমার্ধে মালয়েশিয়া ৩-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল হজম করে বাংলাদেশ।

২৪ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। বাছাই পর্বের আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্স আপ আগামী বছর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে। প্রথম দুই ম্যাচ হারায় বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত।