বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ নভেম্বর ২০২৫, ০১:০১ পিএম

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি–স্পোর্টস ও নাগরিক টিভি।


সিপিএলে এক বলেই ৩ ছক্কা

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। ফলে বৈশ্বিক টুর্নামেন্টে যাওয়ার আগে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার এটাই সুযোগ। 


আয়ারল্যান্ডের বিপক্ষে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর টি–টোয়েন্টিতেও ফেভারিট হিসেবে মাঠে নামবে লিটন দাসরা। যদিও ঘরের মাঠে সর্বশেষ টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে।

এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বেশ এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ৮ বার মুখোমুখি হয়েছে, পাঁচটি জিতেছে বাংলাদেশ, দুটি আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দুই বছর আগে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত শেষ টি–টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছিল। সেটাতে বাংলাদেশ জেতে ২–১ ব্যবধানে। তবে সব কিছু ছাপিয়ে দুই দলেরই মূল লক্ষ্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সেরা ছন্দে নিয়ে আসা।

এ বছরই সবচেয়ে বেশি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। আজকের ম্যাচসহ তারা খেলতে যাচ্ছে ২৮তম টি-টোয়েন্টি। তবে এই ম্যাচে পেস আক্রমণের মূল ভরসা তাসকিন আহমেদকে ছাড়াই স্বাগতিকদের খেলতে হচ্ছে। তিনি এখন আবুধাবি টি–টেন লিগ খেলতে ব্যস্ত। তাসকিন না থাকলেও পেস আক্রমণে রয়েছেন মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। পাশাপাশি স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদরা।