ট্রাম্পকে যে কারণে ধন্যবাদ দিলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি : সংগৃহীত
২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ পিএম
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা বন্ধ না করে অব্যাহতি রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিয়ের প্রলোভনে বারংবার ধর্ষণ
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা রোববার (২৬ জানুয়ারি) বিকেলে হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন এবং তাকে এই অব্যাহতি সম্পর্কে অবহিত করেন।
এর আগে গত সোমবার ৯০ দিনের জন্য বিদেশে সহায়তা স্থগিত রাখতে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর বিশ্বজুড়ে এ ধরনের প্রায় সব সহায়তা স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
দায়িত্ব গ্রহণের পর একের পর এক নতুন নিয়মনীতি আরোপ করে চলেছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে সাহায্য কর্মসূচির জন্য নতুন তহবিল স্থগিত করেছে। তবে এর আওতামুক্ত থাকবে মিত্র দেশ ইসরায়েল এবং মিসর। এই দুই দেশে জরুরি খাদ্য ও সামরিক সহায়তার কাজ অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।