দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ মশিউর

ছবি : আওয়ার বাংলাদেশ
০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৫ এএম
দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে শিক্ষা পরিবারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সেক্রেটারি শেখ মোহাম্মদ মশিউর ছিলেন।

নাগরিক অসন্তোষ, ভোটার হালনাগাদ যথাযথ হয়নি!
এসময় পরিচিত সভায় এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি শেখ মোহাম্মদ মশিউর ও প্রধান শিক্ষক সদস্য সচিব অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব কীভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম ও পড়াশোনার গতিশীলতা বৃদ্ধি করতে পারব। পড়াশুনার মাধ্যমে একটি জাতিকে এগিয়ে যেতে হয়। পড়াশোনা ছাড়া একটি জাতি এগিয়ে যেতে পারে না। এডহক কমিটি তার কার্যক্রম পরিচালিত করবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনা ও মান উন্নয়নে।
নবনিযুক্ত সভাপতি শেখ মোহাম্মদ মশিউর বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বজায় রাখার জন্য এবং শিক্ষার পরিবশে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাবো। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে বদ্ধপরিকর এবং সুন্দরভাবে আমার কাজ পরিচালিত করব ইনশাআল্লাহ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাজ পড়াশুনা করা। তোমরা পড়াশুনায় মনোযোগী হবে। নারায়ণগঞ্জের গণমানুষের জনপ্রিয় নেতা শেখ মোহাম্মদ মশিউরের বক্তব্য শেষে অনুষ্ঠান শেষ করেন।