দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। বরণ করে নেওয়া হচ্ছে ১৪৩২ সালকে। এবারের বর্ষবরণ দেশের সব নাগরিক, বিভিন্ন জাতিগোষ্ঠী সম্প্রদায়ের কাছে অন্যরকম এক উৎসবের আবহ তৈরি করেছে। উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর।


সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন

চট্টগ্রাম: পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামজুড়ে বইছে উৎসবের আমেজ। প্রতিবছরের মতো এবারও সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান। সকালে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য, নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়া হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষকে বরণ করার উৎসব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের করা হয় দেশের দ্বিতীয় বৃহত্তর আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


ময়মনসিংহ: ময়মনসিংহে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। অন্যদিকে, নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আরেকটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বরিশাল: বরিশালে নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুলমাঠে জেলা উদীচী শিল্পগোষ্ঠীর আয়োজনে ‘ফিরে চল মাটির টানে’- স্লোগানে প্রভাতী অনুষ্ঠান হয়। বর্ষবরণ ও রাখি পরানোর মধ্যে দিয়ে বৈশাখী উৎসব শুরুর পর একটি আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান সড়কগুলো ঘুরে সদর রোডে শেষ হয়। এছাড়া, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করে আলাদা আনন্দ শোভাযাত্রার।

নাটোর: নাটোরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে।

ঝিনাইদহ: বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উৎসবে অংশ নেয়। বেলা বাড়ার সাথে সাথে জেলা শহরে বাহারি শোভাযাত্রা নিয়ে আসতে শুরু করেন নানা শ্রেণি-পেশার মানুষ। নববর্ষ বরণে বাদ্য-বাজনা ও গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীকী উপকরণ নিয়ে উৎসবে মেতে ওঠেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নওগাঁ: নওগাঁয় পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ, বর্ণিল আয়োজন ও বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা করার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে। সকাল ৮টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে শহরের এটিম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’- এই স্লোগানে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

নেত্রকোনা: বাংলা নববর্ষ উপলক্ষে নেত্রকোনায় চলছে দিনব্যাপী নানা আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বর্ষবরণের আনন্দ।

রংপুর: বাংলার এই নতুন বছরকে স্বাগত জানিয়ে সারা দেশের মতো প্রাণের উৎসবে মেতে উঠেছে রংপুর। বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান ও মানবতার জয়গান” প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আয়োজিত হয়েছে। সকাল দশটায় পুরাতন কলা ভবনের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

হবিগঞ্জ: বাংলা নববর্ষ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন শোভাযাত্রা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ সোমবার সকাল ১০টায় সর্বজনীন শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের কার্যক্রম শুরু হয়। এরপর একই স্থান থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও পুলিশ সুপার খন্দাকার গোলাম মওলা।

পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ঘটিকায় বর্ণিল আয়োজনে নানা সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে সহস্রাধিক ছাত্রছাত্রী ও নানা পেশার লোকজনের সমন্বয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পাঁচবিবি স্টেডিয়াম থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

শালিখা (মাগুরা): মাগুরা জেলার শালিখা উপজেলায় পহেলা বৈশাখ ও নববর্ষ যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উদযাপন উপলক্ষে শালিখা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

উপজেলা প্রশাসনে উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল, আড়পাড়া ডিগ্রি কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন স্কুল কলেজ ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।

ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে ১৪৩২ বাংলা বছররে প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনরে উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ঐতিহ্যবাহী বৈশাখি মেলা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছেন ভৈরববাসী।

বাহুবল (হবিগঞ্জ): বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন শোভাযাত্রা, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় সর্বজনীন শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. গিয়াস উদ্দিন, বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, কৃষি অফিসার চিন্ময় কর অপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সাংবাদিক সাজিদুর রহমান, ফয়ছল আহমেদ চৌধুরী, এম শামছুদ্দিন, সাদিকুর রহমান, সিজিল আহমেদসহ বিভ সরকারি কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

যশোর অফিস: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এই প্রথম দলীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করলো যশোর জেলা বিএনপি। তিন দিন ধরে এই কর্মসূচি চলবে।

প্রথম দিন আজ দলটির লালদীঘি পাড়ের জেলা কার্যালয়ে ঐতিহ্যবাহী পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, যা শুধু একটি নতুন বছরের শুরু নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্জন্মের দিন। এই উপলক্ষে যশোর বিএনপির পক্ষ থেকে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

আজ সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বৈশাখি শোভাযাত্রা বের হয়। যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে পান্তা উৎসব হয়। এতে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। বিকালে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা। একই দিনে বিকাল ৪টায় পৌর উদ্যানে অনুষ্ঠিত হবে মেয়েদের বালিশবদল ও বৌ চি খেলা। তৃতীয় দিন ১৬ এপ্রিল বিকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা।