মাদক কারবারিদের হামলায় হাসপাতালে যুবদলকর্মী

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৫, ০৭:৪৯ পিএম

রাজধানীতে মাদক কারবারের প্রতিবাদ করায় যুবদলকর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। আহত সেই যুবদলকর্মীর নাম নিরব হোসেন ফালান। তিনি বর্তমানে জীবনমরণ সন্ধিক্ষণে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।


বাস-ট্রাকচালকরা কানে শোনেন না : পরিবেশ উপদেষ্টা

নীরব হোসেন ফালানের স্ত্রী জানান, গত বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়ী চন্দন কোঠা নামক স্থানে রতন ওরফে চান্দি রতনের লোক মাদকদ্রব্য বিক্রি করার সময় যাত্রাবাড়ী থানা যুবদলের কর্মী নিরব হোসেন ফালান বাধা দেয়। এতে মাদক কারবারি রতন ও অপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো চাপাতি, রামদা ও ছুরি দিয়ে ফালানকে ধাওয়া করে। এতে নিরব হোসেন ফালান জীবন বাঁচাতে দৌড় দিলে তাকে ওই সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি কোপাতে থাকে। এই ঘটনা দেখে যুবদলকর্মী শুভ, মোশাররফ এবং মনির এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে এলাকাবাসী এগিয়ে আসলে রতনের সন্ত্রাসী বাহিনী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার সহযোগী মাসুম ও সাবেক যুবলীগকর্মী সাইদুর রহমান সহিদকে গণধোলাই দিয়ে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে।


এ ঘটনায় গত শুক্রবার যাত্রাবাড়ী থানায় রতনকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দৈনিক আওয়ার বাংলাদেশকে যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ শফিকুর রহমান জানান, ‘ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সাক্ষী সংগ্রহ করা হচ্ছে। বাকি আসামিদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান।’

যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। কিন্তু এই রতন এলাকার যুবসমাজকে মাদক দিয়ে ধ্বংস করছে। ওর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে। তারই প্রমাণ যুবদলকর্মী নীরব হোসেন ফালান, যে কি-না প্রতিবাদ করতে গিয়ে জীবনমরণ সন্ধিক্ষণে হাসপাতালে পড়ে আছে।’

ভুক্তভোগী নীরব হোসেন ফালানের স্ত্রী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।