আইনজীবীদের সম্মান রক্ষা করতে হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

ছবি : আওয়ার বাংলাদেশ
০২ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম
আইনজীবী ছাড়া কোনো ব্যক্তির এক মুহুর্ত নড়ার ক্ষমতা নেই। আজকের পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বৃটেনের প্রধানমন্ত্রী বলেন কেউই আইনজীবী ছাড়া চলতে পারে না- এমন মন্তব্য করেছেন দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমাদের এই পেশা একটি সম্মানজনক ঐতিহ্যবাহী পেশা। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এই সম্মান রক্ষা করতে হবে।

কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের অতর্কিত হামলা
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আরও বলেন, সুপ্রিমকোর্টে আইনজীবীদের যাদের পরিবহন সংকট রয়েছে তাদের সুবিধার্থে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আইনজীবীরা যেন পেশাগত কার্যক্রম পরিচালনার আদালতে আসতে পারে সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। সুপ্রিমকোর্টে বর্তমানে কয়েক হাজার আইনজীবী পেশাগত কার্যক্রমে নিয়োজিত। কিন্তু সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এলাকায় মেডিকেল সুবিধা নেই বললেই চলে। মৌলিক এই সমস্যা সমাধানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে একটি স্থায়ী মেডিকেল সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে পেশাদার আইনজীবীদের সমন্বয়ে আইনজীবীদের কল্যাণে কার্যকর নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, আইনজীবীদের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট যোগ্যতাসম্পন্ন নেতার অভাব রয়েছে। তাই আমরা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে আইনজীবী সমাজের অভিভাবক হিসেবে দেখতে চাই। তার নেতৃত্ব পেলে এই পেশার মান-মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আমরা পাবো সঠিক দিক-নির্দেশনা। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আগামীর সভাপতি হিসেবে তাকেই নির্বাচিত করার প্রত্যাশা সকলের।
ঢাকাস্থ কুমিল্লা জেলা আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি, অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল মতিন এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন সরকার প্রমুখ।