বিদায়ের সময় এসেছে অন্তর্বর্তী সরকারের : দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।


সাফজয়ী নারী দলসহ ১৮ ব্যক্তি পেলেন একুশে পদক

দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তাও চিন্তা করতে হবে। বিশেষ করে সংস্কার। তাদের এখন এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। পাশাপাশি এই অল্প সময়ে তারা আর কি কি অর্জন করে বের হয়ে যেতে চান তা বলার সময় হয়ে গেছে।


সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া- যতটুকু না করলেই নয় ততোটুক সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এটা আমরা আবার অসংস্কার কার্যক্রমে চলে যাবো।

দেবপ্রিয় বলেন, কোন রাজনীতিবিদ যদি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়ে। আর তখনই জরুরি ব্যবস্থা প্রয়োজন পড়ে।