ঢাকা-২ আসন পুনর্বহালের দাবি

ছবি : আওয়ার বাংলাদেশ
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
নির্বাচনী আসনে অন্তর্ভুক্ত এক ওয়ার্ডের সাথে পাশের ওয়ার্ডের বাসিন্দাদের গড়ে ওঠে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক ও পারিবারিক বন্ধন। কিন্তু সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়ে আসনগুলোর ওয়ার্ড ভাগাভাগি নিয়ে। ঠিক এমনই এক বিষয় নিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ৫৫, ৫৬, ৫৭নং ওয়ার্ড ঢাকা-২ আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কামরাঙ্গীরচর থানাধীন সর্বস্তরের জনগণ।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক আওয়ার বাংলাদেশকে স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের সাথে আমাদের কামরাঙ্গীচরের কৃষ্টি-কালচার, সাংস্কৃতিক মিল, দু’পাড়ের জনপদে আমাদের বহু বছর ধরে গড়ে ওঠা আত্মীয়তার বন্ধন বিশেষত কৃষিজমিতে বিভিন্ন শস্য আবাদসহ উভয় অঞ্চলের শিক্ষা-সংস্কৃতি, স্বাস্থ্য সেবাসহ জাতিগত প্রয়োজনে আমাদের এক থাকা প্রয়োজন।
এলাকাবাসী জানান, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া গেজেটে অন্যায়ভাবে আমাদের কামরাঙ্গীরচর থানাধীন ৫৬ ও ৫৭নং ওয়ার্ডকে ঢাকা-৭ এবং ৫৫নং ওয়ার্ডকে ঢাকা-১০ এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত সন্তোষজনক না হওয়ায় ঢাকা-২ আসনের প্রাণকেন্দ্র কামরাঙ্গীরচরের জনগণ তাদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমে এসেছে। গেজেট প্রকাশের পর থেকেই ৫৫, ৫৬ এবং ৫৭নং ওয়ার্ড পুনর্বহালের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং কামরাঙ্গীরচরের প্রতিটি মোড়ে। আজও সেই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ জনতা বজ্রকণ্ঠে স্লোগান তুলে রাজপথ কাঁপিয়ে দিয়েছে।
তাদের দাবি—ঢাকা-২ আসনে ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে। কামরাঙ্গীরচরের মানুষের কণ্ঠ আজ বিদ্রোহের অগ্নিশিখায় প্রজ্বলিত। এই আন্দোলন অবৈধ সীমানা পরিবর্তনের বিরুদ্ধে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
.jpeg)

