বগুড়ার শেরপুর সরকারি কলেজ সড়ক যেন মরণফাঁদ

ছবি : আওয়ার বাংলাদেশ
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার শেরপুরে সরকারি কলেজ সড়ক এখন মৃত্যুফাঁদ। কলেজে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, কোচিং সেন্টার, প্রতিষ্ঠানিক যানবাহন, জরুরি রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স, অফিস, বাজার ও এলাকাবাসীর যাতায়াতের প্রধান মাধ্যম সড়কটি। শহরের অন্যতম ব্যস্ত এ সড়কটি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এখন চরম ভোগান্তির কারণ।
কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
জনস্বার্থের বিষয়টি শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খানের দৃষ্টি আকর্ষণ করতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হলে সংস্কারের নামে রাস্তার গর্তগুলো মাটি-খোয়া দিয়ে ভরাটের ব্যবস্থা নেন তিনি। মেরামতের কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় বৃষ্টির পানিতে মাটি ধুয়ে গিয়ে সড়কটি আরও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। বর্তমানে পুরো রাস্তাটি পূর্বের ন্যায় কাদা ও গর্তে পরিপূর্ণ হওয়ায় মরণফাঁদ সৃষ্টি করেছে। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি সেবার যানবাহন ও সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে চরম জীবন ঝুঁকি নিয়ে।
যার ধারাবাহিকতায় সংস্কারের নামে জনসাধারণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াকে ভালোভাবে নিচ্ছেন না এলাকাবাসী।
গর্তে মাটি ফেলে দায়সারা কাজ করছে কর্তৃপক্ষ। বর্ষায় রাস্তায় জমে থাকা পানি ও পিচ্ছিল অবস্থা যেন দুর্ঘটনার ফাঁদ তৈরি করেছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও যানবাহন চালক-সবার জীবন এখন ঝুঁকির মুখে। অথচ প্রশাসন নীরব দর্শকের মতো বসে আছে বলে স্থানীয়দের অভিযোগ।


